ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীতে কিশোর-কিশোরীদের পুষ্টির গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৪-২৪ ১৫:৪২:৫৮

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জনের কার্যালয়ের তত্বাবধানে রাজবাড়ীতে কিশোর-কিশোরীদের নিয়ে পুষ্টির গুরুত্ব বিষয়ক আলোচনা সভা গতকাল ২৪শে এপ্রিল দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও জেলা তথ্য অফিসার শাহিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। 
  কিশোর-কিশোরীদের নিয়ে পুষ্টির গুরুত্ব বিষয়ক পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মুমু। এ সময় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০ জন করে ৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমাদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার খেতে হবে। বাড়ীতে তৈরি খাবার খেতে হবে। বাইরের খাবার যতটা সম্ভব পরিহার করতে হবে। পুষ্টিকর ও নিরাপদ খাবার খেতে হবে। ঝালমুড়ি-ফুচকা এগুলা খেতে ইচ্ছে করলে বাড়ীতে বানিয়ে খেতে হবে। কেমিক্যাল দিয়ে তৈরি বোতলজাত জুস খেলে খুব পরিমিত পরিমাণে খেতে হবে। অনেক দিনের ফ্রিজে রাখা খাবার পরিহার করতে হবে। বেশী করে ফলমূল খেতে হবে। 
  উল্লেখ্য, এর আগে একই স্থানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ীতে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
  কমিটির সভাপতি জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের সঞ্চালনায় সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও জেলা তথ্য অফিসার শাহিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। 

 

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ