ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ বাঁশের বাঁধ ও জব্দকৃত জাল ধ্বংস
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৪-২৪ ১৫:৪৪:৩২

জাটকা সংরক্ষণ অভিযানে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে অবৈধ বাঁশের বাঁধ ও জাল ধ্বংস এবং ১জন জেলেকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
  গতকাল ২৪শে এপ্রিল সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মার্জিয়া সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ওেমাস্তফা কামাল এবং পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা অভিযানে সহযোগিতা করেন। 
  সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা জানান, অভিযানকালে উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে অবৈধভাবে দেয়া বাঁশের বাঁধ ধ্বংস করা হয় এবং নদী এলাকা থেকে জব্দকৃত চায়না দুয়ারী ও অন্যান্য জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 
  এছাড়াও অবৈধভাবে জাটকা আহরণরত ১জন জেলেকে মৎস্য সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১হাজার টাকা জরিমানা করা হয়।  

 

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ