ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২২-০৪-২৪ ১৫:৪৬:৩১

রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গতকাল ২৪শে এপ্রিল দুপুরে জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
  নবাগত জেলা ও দায়রা দায়রা জজ ও কমিটির সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কায়ছুন্নাহার সুরমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুর রহমান, জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এডঃ এটিএম মোস্তফা মিঠু, সম্পাদক এডঃ বিজন কুমার বোস, জিপি এডঃ আনোয়ার হোসেন, পিপি এডঃ মোঃ উজির আলী শেখ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস ও জেলা তথ্য অফিসার শাহিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। 
  সভা সঞ্চালনাসহ জেলা লিগ্যাল এইড কমিটির সার্বিক কার্যক্রম তুলে ধরেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ মোঃ মিলন মিয়া। এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জা, যুগ্ম-জেলা জজ ১ম আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হকসহ কমিটির অন্যান্য সদস্য ও পর্যবেক্ষক সদস্যগণ উপস্থিত ছিলেন।
  সভাপতির বক্তব্যে নবাগত জেলা ও দায়রা জজ রুহুল আমীন বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশে ২০০০ সালে দরিদ্র-অসহায় মানুষের আইনগত সুবিধা প্রদানের জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম শুরু হয়। এটি ছিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত। শুরুর দিকে ব্যাপক প্রচারণা না হওয়ায় লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষ তেমন অবগত ছিল না। পরবর্তীতে বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনাসহ ব্যাপক প্রচারণার ফলে বর্তমানে লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ের অধিকাংশ মানুষই অবগত। এর ফলে তৃণমূল পর্যায়ের দরিদ্র-অসহায় মানুষ বিনামূল্যে আইনী সুবিধা নিতে পারছে। 
  তিনি আরও বলেন, আমি আমার কর্মজীবনে নোয়াখালী ও রাজশাহী জেলায় জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে কাজ করেছি। সেই সময় আমি প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে নদী ভাঙনকবলিত এলাকার মানুষ আইনী সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কতটা অসহায় তা উপলদ্ধি করতে পেরে তাদেরকে লিগ্যাল এইডের মাধ্যমে আইনী সুবিধা প্রদানে সবসময় সচেষ্ট থেকেছি। যেহেতু রাজবাড়ী জেলাও একটি নদী ভাঙন কবলিত জেলা সেহেতু আমি সবসময় চেষ্টা করবো যাতে এ জেলার নদী ভাঙন কবলিত গরীব-অসহায় মানুষসহ যারা অর্থের অভাবে আইনী সুবিধা থেকে বঞ্চিত তারা যাতে আইনী সুবিধা পায়। আমি আশা করি জেলা লিগ্যাল এইড কমিটিসহ সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই লক্ষ্য অর্জন সম্ভব হবে। 
  এছাড়াও তিনি জেলা লিগ্যাল এইড কমিটির বিভিন্ন কার্যক্রমসহ আগামী ২৮শে এপ্রিল অনুষ্ঠিতব্য জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। 
  উল্লেখ্য, সভার পূর্বে নবাগত জেলা ও দায়রা জজ রুহুল আমীনের সাথে কমিটির সদস্য ও পর্যবেক্ষক সদস্যদের পরিচিতিসহ সভায় আগামী ২৮শে এপ্রিল অনুষ্ঠিতব্য জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবসের উদ্বোধন অনুষ্ঠান, র‌্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী চূড়ান্ত করা হয়।

 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ