ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দোয়া-ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৪-২৮ ১৫:২৩:৩১

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

   গতকাল ২৮শে এপ্রিল বিকালে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর সংলগ্ন পৌর ইউ মার্কেটের ৩য় তলায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  সংগঠনের জেলা শাখার সভাপতি ফরিদ আলী মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, অন্যান্য অতিথিদের মধ্যে মূলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ মান্নান মুসল্লী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক মহসীন মৃধা, জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল হোসেন, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিয়া আকাশ রাসেল, সদর উপজেলা শাখার আহ্বায়ক শহীদুল ইসলাম জসিম, সদস্য সচিব আমিনুল ইসলাম, রাজবাড়ী পৌর শাখার সভাপতি মোহাম্মদ আলী খোকন, সুজন শীলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

  ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের দাদশী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নাসির হোসেন।  

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ