ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দৌলতদিয়া ফেরীতে সকল যানবাহন থেকে বকশিসের নামে চাঁদাবাজী!
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৪-২৮ ১৫:২৪:২৩

দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ফেরী ঘাটে বকশিশের নামে সব ধরনের যানবাহন থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করে চলেছে বিআইডব্লিউটিসি’র সংশ্লিষ্ট কর্মচারীরা। এর থেকে বাদ যায় না অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ীও। 

  জানা গেছে, দৌলতদিয়া ঘাটে ফেরী থেকে নামার সময় বিআইডব্লিউটিসির কর্মচারীরা প্রতিটি যানবাহন থেকে বকশিশের নামে ১০ টাকা করে আদায় করে থাকে। দীর্ঘ দিন ধরে এটা চলে আসছে। যানবাহনের চালকরা এই টাকা দিতে বাধ্য হয়। এভাবে প্রতি মাসে তারা ১০ লক্ষাধিক টাকার উপরে চাঁদাবাজী করে থাকে। 

  গতকাল ২৮শে এপ্রিল সকালে সরেজমিনে দৌলতদিয়ার ৫নং ফেরী ঘাটের পল্টুনে গিয়ে দেখা যায়, ফেরী থেকে নামার সময় প্রতিটি গাড়ীর চালকের কাছ থেকে বিআইডব্লিউটিসির কর্মচারীরা ১০ টাকা করে আদায় করছে। এটা কিসের টাকা জানতে চাইলে একজন কর্মচারী বলেন ‘বকশিসের টাকা। দীর্ঘদিন ধরেই আমরা এই বকশিস নিয়ে আসছি।’ এ ব্যাপারে ভুক্তভোগী গাড়ী চালকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ