ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
রাজবাড়ী জেলা চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-০১ ১৭:১৪:১৭

রাজবাড়ী জেলা চাঁদ দেখা কমিটির সভা ১লা এপ্রিল বিকালে শ্রীপুরস্থ সদর উপজেলা মডেল মসজিদের ছাঁদে অনুষ্ঠিত হয়।

  জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল হামিদ খান, জজ কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা সিরাজুল কবীর, জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ তায়্যিবী, শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার শিক্ষক জাকির হোসেন ও ভাজনচালা হাফেজিয়া কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ ইলিয়াছ মোল্লাসহ সংশ্লিষ্টরা সভায় অংশগ্রহণ করেন। 

  সভায় কমিটির সদস্যরা আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করেন। কিন্তু রাজবাড়ীর কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সভা শেষে কমিটির সদস্যরা ইফতারে অংশগ্রহণ করেন।  

আওয়ামী লীগ ১৭ বছর হিন্দুদের নিরাপত্তা দিতে পারে নাই ঃ খৈয়ম
রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ শহীদ মুগ্ধ অঞ্চলের ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র
রাজবাড়ীতে ১২০ টাকায় আবেদন করে যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেল ১৫জন
সর্বশেষ সংবাদ