ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
গোয়ালন্দে দুই শতাধিক মানুষের মধ্যে যাকাতের শাড়ী-লুঙ্গি বিতরণ করলেন চিত্র নায়িকা রোজিনা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৫-০১ ১৭:১৫:০১

পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা গতকাল ১লা মে বিকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ার নানা বাড়ীতে স্থানীয় ২শতাধিক মানুষের মধ্যে যাকাতের শাড়ী ও লুঙ্গ বিতরণ করেন। এ সময় রোজিনার পরিবারের সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  চিত্রনায়িকা রোজিনা বলেন, আমার পৈত্রিক বাড়ী রাজবাড়ী শহরের ভবাণীপুর কাহার পাড়ায়। এটা আমার নানা বাড়ী এবং এখানেই আমার জন্ম। প্রতি বছরই আমি যাকাতের অর্থ দিয়ে শাড়ী-লুঙ্গি বিতরণ করি। এখানকার পাশাপাশি রাজবাড়ী শহরের ভবাণীপুরের বাড়ী ও ঢাকায় বিতরণ করেছি। এছাড়া এই এলাকার মানুষের জন্য মসজিদ করে দিয়েছি। সুযোগ পেলেই আমি এখানে চলে আসি। 

  লুঙ্গি পেয়ে আপ্লুত আঃ খালেক শেখ বলেন, বয়সের ভারে তেমন কাম-কাইজ করতে পারি না। মাইনসের কাছে চাইয়া-চিন্তা চলতে হয়। রোজিনা আপার লুঙ্গিটা পেয়ে ভালো লাগছে। অন্যান্যরাও চিত্র নায়িকা রোজিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

আন্তঃনগর মধুমতী এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি॥বেড়েছে যাত্রী ভোগান্তি
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সিরাজ-সম্পাদক উৎসব
১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
সর্বশেষ সংবাদ