ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
রিক্সা পেয়ে ঈদ আনন্দ দ্বিগুণ হলো ফরমান ও নিজামের
  • আশিকুর রহমান
  • ২০২২-০৫-০২ ১৬:৪৫:১৪

শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী ফরমান মোল্লা। জমি-জমা নেই; তাই রেলওয়ের জমিতে পাটকাঠির ছোট্ট ঘর তুলে স্ত্রী ও তিন শিশু সন্তান নিয়ে সেখানে বসবাস করেন। ফরমানের জীবিকা চলে ভাড়ায় রিক্সা চালিয়ে। একটি রিক্সা কেনার দীর্ঘদিনের স্বপ্ন থাকলেও টাকার অভাবে তা পূরণ হয়নি। 

  অপরদিকে দরিদ্র সত্তরোর্ধ বৃদ্ধ নিজাম শিকদার। তিনিও ভাড়ায় রিক্সা চালিয়ে কোনমতে সংসার চালান। তারও দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি রিক্সা কেনার। টাকার অভাবে তিনিও তার স্বপ্ন পূরণ করতে পারেননি। 

  তবে এবার দরিদ্র ফরমান ও নিজামের স্বপ্ন পূরণ করেছে প্রবাসীদের নিয়ে গঠিত ‘প্রবাসী বন্ধু সংগঠন’। রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা রেলগেট এলাকার বাসিন্দা ফরমান মোল্লা ও বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের বাসিন্দা নিজাম শিকদারকে ২টি নতুন রিক্সা কিনে দিয়েছে সংগঠনটি। 

  গতকাল ২রা মে সকালে বসন্তপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের মাঠে মাঠে আনুষ্ঠানিকভাবে ফরমান ও নিজামের কাছে রিক্সা ২টি হস্তান্তর করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন রিক্সা পেয়ে ফরমান ও নিজাম উচ্ছ্বাস প্রকাশ করেন। 

আন্তঃনগর মধুমতী এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি॥বেড়েছে যাত্রী ভোগান্তি
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সিরাজ-সম্পাদক উৎসব
১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
সর্বশেষ সংবাদ