ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
স্বস্তির ঈদ যাত্রায় চাপ নেই দৌলতদিয়া ফেরী ঘাটে
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৫-০২ ১৬:৪৬:০৫

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটে যানবাহনের কোন চাপ নেই। এই রুট দিয়ে স্বস্তিতেই ঘরে ফিরতে পারছে ঈদ যাত্রীরা। 

  গতকাল ২রা মার্চ সকালে দৌলতদিয়ার ফেরী ঘাটগুলো ঘুরে অনেকটাই যাত্রী শূন্য দেখা গেছে। ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কও প্রায় ফাঁকা। নেই রাজধানীগামী যানবাহনের চিরচেনা সেই সিরিয়াল। উল্টো যানবাহনের জন্যই ফেরীগুলোকে অপেক্ষা করতে হচ্ছে। 

  পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা খান জাহান আলী ফেরীতে আসা যশোরগামী যাত্রী রাসেল মাহমুদ বলেন, ভোরে গাবতলী থেকে লোকাল বাসে পাটুরিয়া ঘাট পর্যন্ত এসে ফেরীতে নদী পার হয়েছি। ভাবতে পারিনি এত সহজে দৌলতদিয়া পর্যন্ত আসতে পারবো। যাত্রীরা স্বস্তিতেই বাড়ী ফিরতে পারছে। 

  অপরদিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতেও যাত্রী খুবই কম। পাংশাগামী লঞ্চযাত্রী ফাতেমা আক্তার বলেন, গার্মেন্টেসে কাজ করি। গতকালই বাড়ী আসতে চেয়েছিলাম। কিন্তু কিছু কেনাকাটার জন্য আজ যাচ্ছি। এত ভালোভাবে বাড়ী যেতে পারবো কল্পনাও করতে পারিনি। ভেবেছিলাম পথে নানা সমস্যায় পড়তে হবে। অথচ স্বাভাবিক সময়ের মতোই বাড়ী যেতে পারছি। 

  দৌলতদিয়া ফেরী ঘাট এলাকার মুদী দোকানী সেকেন শেখ বলেন, এবারের মতো ঈদযাত্রা কখনো দেখিনি। ঈদের আগের দিন, অথচ ঘাট প্রায় শূন্য। আগেভাগেই মানুষ ঈদযাত্রা শুরু করায় এখন কোন চাপ নেই।

  ঘাট এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর তারক চন্দ্র পাল বলেন, আমরা ঘাট এলাকাকে কঠোর নজরদারীর মধ্যে রেখেছি। চেষ্টা করছি যাদের ঈদের ঘরমুখো মানুষ কোন ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে বাড়ী ফিরতে পারে। 

  গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম বলেন, ঈদ যাত্রীরা যাতে সুষ্ঠুভাবে ঘরে ফিরতে পারে সে জন্য প্রশাসন তৎপর রয়েছে। দৌলতদিয়া ঘাট এলাকায় বেশ কয়েকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সঠিক ব্যবস্থাপনার কারণে ঈদযাত্রা নির্বিঘ্ন রয়েছে। 

  জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা ভালো হয়েছে। প্রশাসন, পুলিশ, ফেরী ঘাট কর্তৃপক্ষসহ দায়িত্বশীল সবাই চেষ্টা করেছে সুষ্ঠু একটি ঈদযাত্রা উপহার দিতে। সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ঈদযাত্রা উপহার দেয়া গেছে। 

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ