ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
পবিত্র ঈদুল ফিতর আজ॥রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-০২ ১৬:৪৬:২৫

আজ ৩রা মে পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মুসলমানরা আজ তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছে। 

  গত রোববার দেশের কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ মঙ্গলবার সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। 

  রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত আজ মঙ্গলবার সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। গত দুই বছর করোনার কারণে ঈদগাহ ময়দানে ঈদের জামাত হয়নি। তাই এবারের ঈদ-উল ফিতরের জামাতে অনেক মুসল্লীর সমাগম হবে।

  এদিকে ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয় থেকে গত ৩০শে এপ্রিল জেলার উল্লেখযোগ্য ঈদ-উল ফিতরের জামাতগুলোর স্থান, সংখ্যা ও জামাতের সময়ের তথ্য প্রকাশ করা করে।

  সে অনুযায়ী রাজবাড়ীর শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আজ সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই নামাজের ইমামতি করবেন মাওলানা মোস্তফা সিরাজুল কবীর। বৃষ্টি বা বৈরী আবহাওয়ার কারণে ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে একই সময়ে রাজবাড়ী জজ কোর্ট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই ঈদের জামাতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

  এছাড়াও রাজবাড়ীর শহরের উল্লেখযোগ্য ঈদ জামাতগুলোর মধ্যে আঞ্জুমান-ই-কাদেরীয়া জামে মসজিদে(বড় মসজিদ) সকাল ৮টা ১৫ মিনিটে, পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে, জেলা কারাগার জামে মসজিদে সকাল ৮টায়, জেলা সদর হাসপাতাল জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে, ভবাণীপুর জামে মসজিদে সকাল ৯টায়, কাজীকান্দা জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে, আটাশ কলোনী জামে মসজিদে সকাল ৮টায়, নূরপুর নূরানী জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে, আটাশ কলোনী জামে মসজিদে সকাল ৮টায়, বিনোদপুর কলেজপাড়া জামে মসজিদে সকাল ৯টায় ১ম ও সকাল ৯টা ৪৫ মিনিটে ২য়, দুধ বাজার জামে মসজিদে সকাল ৯টা ৩০মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

  উপজেলা পর্যায়ের মসজিদগুলোর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরস্থ সদর উপজেলা মডেল মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে, বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, পাংশা সিদ্দিকিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, গোয়ালন্দ উপজেলা জামে মসজিদে সকাল ৯টায় ও কালুখালীর আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ