ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী প্রথম শ্রেণীর অফিসার এসোসিয়েশন ঈদ পুনর্মিলনী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-০৮ ১৩:২৯:৩২

রাজবাড়ী জেলার প্রথম শ্রেণীর অফিসারদের ঈদ পুনর্মিলনী গত ৪ঠা মে সন্ধ্যায় রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর এলাকার পালকি চাইনিজ রেস্টুরেন্টে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 

  রাজবাড়ী প্রথম শ্রেণীর অফিসার এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে আয়কর বিভাগের উপ-কমিশনার মহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন যুগ্ম-জজ নিজাম শেখ, রাজবাড়ী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক সরওয়ার মোরশেদ স্বপন, ডক্টর এনায়েতুস সাকলাইন, জেলা সদর হাসপাতালের কনসালট্যান্ট ডাঃ শামীম আহসান, সিনিয়র সহকারী সচিব মোঃ রাজীব আহসান এবং ডক্টর জান্নাতুল ফেরদৌস, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন, সাব-রেজিস্ট্রার পারভেজ খান, ঝিকরগাছা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ ও কালুখালী উপজেলা শিক্ষা অফিসার জয়ন্ত দাসসহ প্রায় ৫০ জন অফিসার এতে অংশ নেন। 

  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সরকারী কলেজের বিভিন্ন বিষয়ের শিক্ষক, বিভিন্ন ব্যাংকের অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজবাড়ীর কৃতি সন্তানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

  অনুষ্ঠানে রাজবাড়ী জেলার উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে রাজবাড়ীতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইকোনোমিক জোন এবং সরকারী মেডিকেল কলেজ স্থাপনের দাবী উত্থাপিত হয়। অনুষ্ঠানে রাজবাড়ীর উন্নয়নে সকলে হাতে হাত রেখে কাজ করার লক্ষ্য নিয়ে অঙ্গীকার করে সভা সমাপ্ত হয়।

  উল্লেখ্য, রাজবাড়ীর উন্নয়নে পেশার গ্রুপ হিসেবে কাজ করে নিজেদের মধ্যে আত্মার বন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০১৮ সালে এই ভার্চুয়াল গ্রুপ গঠিত হয়। প্রতি বছর ঢাকা ছাড়াও রাজবাড়ীতে ইফতার মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করে থাকে রাজবাড়ী প্রথম শ্রেণীর অফিসার এসোসিয়েশন। করোনার কারণে কিছুদিন প্রোগ্রাম স্থগিত ছিল। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ