ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাব॥বৃষ্টিতে রাজবাড়ী জেলার ধান-পাট চাষীদের শঙ্কা
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২২-০৫-১১ ১৬:০১:৩৫

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে রাজবাড়ীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। গত দু’দিনের বৃষ্টিতে ফসলের মাঠে পানি জমে গেছে। 
  এ অবস্থায় জেলার ধান ও পাট চাষীদের মধ্যে শঙ্কার সৃষ্টি হয়েছে। কারণ বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে তাদেরকে ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হতে হবে। বিশেষ করে, আধা পাকা ধান ঘরে তোলা নিয়ে তাদের মধ্যে বেশী উৎকণ্ঠা বিরাজ করছে।
  বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামের কৃষক মিরাজ শেখ বলেন, গত ২দিনের বৃষ্টিতে নীচু অঞ্চলের পাপ ক্ষেতগুলোতে পানি জমে গেছে। বৃষ্টি না গেলে এসব পাট পচে যাবে।
  রাজবাড়ী সদর উপজেলার মাশালিয়া গ্রামের কৃষক গোবিন্দ বিশ্বাস বলেন, বৃষ্টিতে মাঠের বোরো ধানের জমিতে জল জমে গেছে। পাট নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। 
  রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম সহীদ নূর আকবর জানান, এ বছর জেলায় ৪৮ হাজার ৬৭৭ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এছাড়া ১২ হাজার ৯৫৫ হেক্টর জমির বোরো ধান ঘরে তোলার অপেক্ষায় রয়েছে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে কৃষির তেমন কোন সমস্যা হয়নি। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতি হতে পারে।

 

পাংশার কুদ্দুস হত্যা মামলায় স্ত্রী’র পরকীয়া প্রেমিক তোজামের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
সর্বশেষ সংবাদ