গলব্লাডার স্টোন(পিত্তথলির পাথর) অপারেশন শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে গতকাল ১১ই মে দুপুরে দেশে ফিরেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী।
গতকাল ১১ই মে দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতী ও তার স্বামী আসিফ ইকবাল তার সাথে ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠাকিতা শেষে তারা ঢাকার গুলশানের বাসায় যান।
উল্লেখ্য, সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গত ২রা মে দুপুরে কন্যা ও জামাতাসহ শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। গত ৮ই মে বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ল্যাপারোস্কোপিক সার্জারীর মাধ্যমে তার গলব্লাডারের স্টোন(পিত্তথলিতে পাথর) অপসারণ করা হয়।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেশে ফেরার পর আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে। সম্পূর্ণ সুস্থ্য হওয়ার পর তিনি ঢাকা থেকে নির্বাচনী এলাকা রাজবাড়ীতে ফিরবেন। অপারেশন পরবর্তী তার দ্রুত সুস্থ্যতা জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।