ঢাকা মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদকের পিতার ১২তম মৃত্যু বার্ষিকী পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-১৩ ১৫:৪৪:১৯

রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠ, সাপ্তাহিক সাহসী সময় এবং সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিনের পিতা খোন্দকার আব্দুল মালেকের ১২তম মৃত্যু বার্ষিকী গতকাল ১৩ই মে পালিত হয়েছে।

  এ উপলক্ষ্যে কোরআনখানী ও গতকাল শুক্রবার বাদ জুম্মা রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মুসুল্লী দোয়া মাহফিলে অংশগ্রহণ করে। দোয়া পরিচালনা করেন ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা মোঃ আবু বক্কার এবং কবর জিয়ারত কালে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল কাদের।
  উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও ভিডিপি’র অবসরপ্রাপ্ত হিসাব রক্ষক এবং ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের প্রাক্তন সভাপতি খোন্দকার আব্দুল মালেক দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক, হৃদরোগ ও কিডনী সমস্যায় ২০০৯ সালের ২৬শে অক্টোবর তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। এরপর দীর্ঘ প্রায় ৮মাস যাবৎ ঢাকায় তার কিডনীর ডায়ালাইসিস ও অন্যান্য করা হয়। তিনি ২০১০ সালের গত ১০ই মে বিকেল সাড়ে ৫টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২বছর। 

চাঁদা না দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম
রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত
খানাখন্দে ভরা ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক চারলেন বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ