ঢাকা বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
রাজবাড়ীতে উন্নয়ন সমন্বয় কমিটির সভাসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৫-১৬ ১৪:২৯:৪৮

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৬ই মে সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। 
  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় সভাগুলোতে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) শাহনেওয়াজ রাজু, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল আমিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নওয়াজিস রহমান বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল হক সরদার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাদিয়া ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম সহীদ নূর আকবর, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামানসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। 
  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা সুন্দর হয়েছে। দৌলতদিয়া ঘাট দিয়ে যানবাহন ও যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে। উন্নয়নমূলক কাজ ও প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সচেষ্টা থাকতে হবে।
  উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে একই স্থানে জেলা কর্ণধার কমিটি, জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটি, তথ্য অধিকার বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটি, জনশুমারী ও গৃহ গণনা বিষয়ক কমিটি, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি, শুদ্ধাচার কৌশল প্রচার ও সেবা প্রদান সংক্রান্ত কমিটিসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

 

বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজবাড়ীর জেলা প্রশাসকের বাণী
সর্বশেষ সংবাদ