গত এপ্রিল মাসের পারফরমেন্সে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পেলেন রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন।
গতকাল ১৬শে মে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান তার হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ মোঃ সাইদুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, যেকোনো স্বীকৃতি বা পুরস্কারই আনন্দের। এই পুরস্কার আমাকে ভালো কাজে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, পুলিশ সদস্যদের ভালো কাজে উৎসাহ প্রদানের জন্য প্রতি মাসে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার প্রদান করা হয়ে থাকে।