মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর(মাউশি)’র তদন্তে রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে।
এ জন্য কলেজে বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা প্রভাষক আতিয়ার রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুনরায় জ্যেষ্ঠ শিক্ষক(সহকারী অধ্যাপক) চৌধুরী আহসানুল করিমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে গতকাল ১৬ই মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর(মাউশি) থেকে কলেজের গভর্নিং বডি’র সভাপতি এবং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর পত্র প্রেরণ করে নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমানের স্বাক্ষরে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা না দেয়ার জন্য অগ্রণী ব্যাংকের রাজবাড়ী শাখার ব্যবস্থাপককে বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বেসরকারী কলেজ শাখার সহকারী পরিচালক মোঃ আবদুল কাদেরের স্বাক্ষরিত পত্রে (স্মারক নং-৩৭.০২.০০০০.১০৫.১২.০০৮.২০.২৩৯, তারিখ-১৬/০৫/২০২২ ইং) উল্লেখ করা হয়েছে, ‘রাজবাড়ী জেলার ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ পদ শূন্য হলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয় ১৬তম জ্যেষ্ঠ শিক্ষককে, যা নীতিমালার লঙ্ঘন। এ জন্য নীতিমালা লঙ্ঘন হয়েছে মর্মে অধ্যক্ষ পদে আবেদনকারী একজন শিক্ষক করেন। উত্থাপিত অভিযোগসমূহ তদন্তের জন্য উপ-পরিচালক(কলেজ) ও সহকারী পরিচালক(কলেজ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা অঞ্চলকে দায়িত্ব দেয়া হয়। তারা তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। বিধি অনুযায়ী, কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ শূন্য থাকলে জ্যেষ্ঠতম শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করতে হবে। কিন্তু অত্র কলেজের জ্যেষ্ঠতার তালিকায় ১৬নং ক্রমিকধারী শিক্ষক মোঃ আতিয়ার রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার অর্পণ করা বিধিসম্মত হয়নি। যে সকল শিক্ষক অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদের জন্য আবেদন করেননি তাদের মধ্য হতে জ্যেষ্ঠতম শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার প্রদান করা হলে বিধিসম্মত হবে। জ্যেষ্ঠতার তালিকায় ১৬নং ক্রমিকধারী শিক্ষক মোঃ আতিয়ার রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার প্রদান করা বিধিসম্মত হয়নি। অতএব বিধি লঙ্ঘন করায় ১৬নং ক্রমিকধারী শিক্ষক মোঃ আতিয়ার রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুনরায় অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া গ্রহণ করার জন্য এবং সে পর্যন্ত জ্যেষ্ঠ শিক্ষক চৌধুরী আহসানুল করিমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অনতিবিলম্বে প্রদানের জন্য সভাপতিকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এ ব্যাপারে সহকারী অধ্যাপক চৌধুরী আহসানুল করিম বলেন, ইতিপূর্বে আমি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকাকালে অধ্যক্ষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি হওয়ায় আমি উক্ত পদে প্রার্থী থাকায় আমাকে বিধি অনুযায়ী দায়িত্ব হস্তান্তর করতে হয়। আমি গভর্নিং বডি’র সভায় মাউশির বিধি অনুযায়ী জ্যেষ্ঠ শিক্ষকের কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলি। কিন্তু গভর্নিং বডি আমাকে জ্যেষ্ঠতার ক্রমের ১৬তম শিক্ষকের কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলে। আমি বিরোধিতা করলেও গভর্নিং বডি আমাকে তার কাছেই দায়িত্ব হস্তান্তরে বাধ্য করে। তবে আমি উক্ত সভার রেজুলেশনে স্বাক্ষর করা থেকে বিরত থাকি। এর জন্য গভর্নিং বডির সভাপতি ফকীর আব্দুর জব্বার আমাকে শোকজও করেন। পরবর্তীতে আমি বিধি বহির্ভুতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তরের বিষয়ে মাউশি’তে অভিযোগ করি। মাউশির তদন্তে অভিযোগ প্রমাণিত হলে মাউশি থেকে আমাকেই আবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান হয়েছে।