রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে গতকাল ১৬ই মে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শুমারী(জরীপ) কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় সভায় রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম ও অপারেশন) শাহনেওয়াজ রাজু, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম ও আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। জনশুমারী ও গৃহ গণনা সংক্রান্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম ও কমিটির অন্যান্য সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আগামী জুন মাসে জাতীয় জনশুমারী ও গৃহ গণনা কার্যক্রম অনুষ্ঠিত হবে। যা আগে আদমশুমারী বলা হতো। ১০ বছর পর পর এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১১ সালে এটা অনুষ্ঠিত হয়েছিল। সে অনুযায়ী গত বছর এই শুমারী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সেটা করা যায় নাই। সরকারের উন্নয়ন পরিকল্পনাসহ অনেক কার্যক্রম এই শুমারীর উপর ভিত্তি করে হয়ে থাকে। সে জন্য এটা সঠিকভাবে করতে হবে। এটা শুধু পরিসংখ্যান বিভাগের একার কাজ না। সঠিকভাবে কাজটি করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। এ ব্যাপারে জনগণের মধ্যে ব্যাপক প্রচারণা চালাতে হবে। তথ্য সংগ্রহকারীরা যাতে বাড়ী বাড়ী গিয়ে সঠিকভাবে তথ্য সংগ্রহ করে সেটা নিশ্চিত করতে হবে। তাদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ দিতে হবে। অনেক সময় মানুষ সঠিকভাবে তার সম্পদের তথ্য দিতে চায় না। এ ব্যাপারে তথ্য সংগ্রহকারীদের কৌশলী হতে হবে। এই শুমারীর সময় যাতে অপরাধ সংঘটিত হতে না পারে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের মধ্যে প্রচারণা চালাতে হবে।