প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফেসবুক গ্রুপ ‘বসন্তপুর লাইভ’ এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ই মে দিনব্যাপী রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুরস্থ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সকালে ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে বসন্তপুর লাইভ গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন সরদার রফিক, মডারেটর আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্যাণী রাণী বৈদ্য, সহকারী শিক্ষক বাবুল হোসেন সিকদার, আব্দুল মান্নান খান, আজাহার আলী, বসন্তপুর লাইভ গ্রুপের মডারেটর জি.এম ফরহাদ, মামুনুর রশিদ মৃধা, দেওয়ান খায়রুল হাসান বিন্দু, মোঃ জহির, বিজয়, দুরন্ত, ইউপি সদস্য শাহাবুদ্দিন মিয়া সেলিম, মারুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্যাম্পেইনে বিনামূল্যে ২ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।