রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭নং ফেরী ঘাট এলাকায় ফেরীর ধাক্কা ও প্রপেলারের(পাখা) ঘূর্ণনে নদীর পাড় ধসে যাচ্ছে। এতে করে ভাঙন ঝুঁকিতে রয়েছে ওই ফেরী ঘাটসহ সংলগ্ন এলাকার বেশ কয়েকটি বাড়ী-ঘর।
গতকাল ২১শে মার্চ দুপুর ১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ৭নং ফেরী ঘাটের পন্টুন ডুবে রয়েছে। বিআইডব্লিউটিএ’র কর্মীরা পন্টুনটি নীচু স্তর থেকে মাঝামাঝি স্তরে তোলার কাজ করছে। ঘাটের দুই পাশে অনেকটা এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রক্ষায় গত বছর ফেলা জিও ব্যাগগুলো ধসে যাচ্ছে।
নদী পাড়ের বাসিন্দা মেজেক আলী শেখ, হাচেন মন্ডল, আতর আলীসহ কয়েকজন বলেন, পদ্মা নদীতে গত কয়েকদিন ধরে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে ৭নং ফেরী ঘাটের আপ ও ডাউন পকেটে ভেড়া বড় ফেরীগুলো চলাচলের সময় প্রতিনিয়ত নদীর তীরে ধাক্কা লাগছে। সেই সাথে ফেরীর পাখার ঘূর্ণনে সৃষ্ট স্রোত সজোরে তীরে আঘাত হানছে। এতে নদীর তীর ঘেঁষে ফেলা বালুভর্তি জিও ব্যাগগুলো ছিঁড়ে-ফেটে ধসে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পানি বৃদ্ধির সাথে সাথে আর কয়েকদিনের মধ্যেই নদীর পাড় পুরোপুরি ভেঙে গিয়ে আমাদের বাড়ী-ঘরগুলো নদীতে বিলীন হয়ে যাবে। আমরা দ্রুত এর প্রতিকার চাই।
তারা আরও বলেন, এখন পানি কম রয়েছে। ভাঙন ঝুঁকি এলাকা দেখে দেখে বস্তা ফেললে অল্প খরচেই তীর রক্ষা করা সম্ভব। কিন্তু তা না করে যখন অনেক পানি বাড়ে, বাড়ী-ঘর ভেঙে যেতে শুরু করে তখন বস্তা ফেলতে আসে। গত কয়েক বছর ধরে এভাবেই চলছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটি’র আরিচা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম বলেন, ঘাট পরিস্থিতি দেখতে আমি সরেজমিনে দৌলতদিয়া ঘাটে গিয়েছিলাম। ৭নং ফেরী ঘাট এলাকাসহ যেখানে যেখানে জরুরী ভিত্তিতে বস্তা ফেলানো অথবা অন্যান্য কাজ করা দরকার সেগুলো করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। এছাড়া ফেরীর চালকদের ঘাট ফেরীর পাখা ধীরে ঘোরাতে অনুরোধ জানানো হবে।