রাজবাড়ীর বড় লক্ষ্মীপুর ড্রাইস ফ্যাক্টরী এলাকায় গতকাল ২২শে মে সকাল ৮টার দিকে ট্রেনে কাটা পড়ে আনন্দ সরকার(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত আনন্দ সরকার রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর ভবণীপুর গ্রামের মৃত সুবল সরকারের ছেলে।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার এসআই মোঃ আসাদুজ্জামান জানান, দৌলতদিয় ঘাট থেকে ছেড়ে আসা পোড়াদহগামী শাটল ট্রেনটি বড় লক্ষ্মীপুর ডাই আইস ফ্যাক্টরী এলাকা অতিক্রমকালে আনন্দ সরকার নামে ওই ব্যক্তি ট্রেনটির নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত আনন্দ সরকারের ছোট ভাইয়ের স্ত্রী তাপসী সরকার জানান, ৩/৪ মাস আগে ব্রেইন স্ট্রোক করার পর থেকে তিনি অসুস্থ ছিলেন। মাথায় সমস্যা দেখা দিয়েছিল। তার স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
উল্লেখ্য, নিহত আনন্দ সরকার ড্রাই আইস ফ্যাক্টরী সার্বজনীন অক্ষয় কালী মন্দিরের সহ-কোষাধ্যক্ষ ছিলেন। তিনি মারা যাওয়ার পর মন্দির কমিটির পক্ষ থেকে মাইকিং করার পাশাপাশি ময়না তদন্ত শেষে মৃতদেহ মন্দিরে নিয়ে গিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র পাল, সহ-সভাপতি চঞ্চল কুমার দে ও উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক দেবব্রত দে বাদল, সহ-সাধারণ সম্পাদক তপন কুন্ডু, সাংগঠনিক সম্পাদক তপু কুন্ডুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে মন্দির কমিটির তত্ত্বাবধানে মরদেহ রাজবাড়ী পৌর মহাশ্মশানে নিয়ে দাহ করা হয়।