রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলাধীন বাগমারা পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বাসের সাথে দুর্ঘটনায় আব্দুল্লাহ হক (৪০) নামে এক স্কুল শিক্ষকের নিহত হয়েছে।
গতকাল ২২শে মে দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ হক রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামের মৃত মাজহারুল হকের ছেলে এবং একই ইউনিয়নের বানীবহ ইউনিয়নের বার্থা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন। স্কুল শেষে নিজের মোটর সাইকেলে বাড়ী ফেরার পথে তিনি দুর্ঘটনা কবলিত হন।
গান্ধিমারাস্থ পাংশা হাইওয়ে থানার এসআই সালাহ উদ্দিন মোল্লা জানান, বাগমারা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন কালার দোয়াল ব্রীজের পূর্ব পাশে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী একটি লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেলে থাকা আব্দুল্লাহ হক ঘটনাস্থলেই মারা যান। রাজবাড়ী ডিলাক্স নামক বাসটি(ঢাকা-মেট্রো-ব-১১-০০২৭) আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ও রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আব্দুল্লাহ হক ৩ মাস ও ৩ বছর বয়সী ২পুত্র সন্তানের জনক ছিলেন। রাত ১০টায় আফড়া গ্রামের নিজ বাড়ীতে জানাযার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ ঃ শিক্ষক আব্দুল্লাহ হকের মৃত্যুতে বার্থা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাছ আলী এবং শিক্ষক মন্ডলী গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।