রাজবাড়ী জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে গতকাল ২২শে মে সকালে সদর উপজেলা ভূমি অফিস চত্ত্বরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান আনুষ্ঠানিকভাবে ফুলের ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলার সেরা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত দৌলতদিয়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ আনছার আলী, মুজিববর্ষে সরকারী ঘর প্রাপ্ত সুবিধাভোগী আলীপুর ইউনিয়নের সুমন শেখ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব, সঞ্চালনা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা।
এ সময় আরও জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিপুল শিকদার, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান সোহান, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব মোল্লা বাবু, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক ও দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলো অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, দেশের ৫৬ হাজার বর্গমাইল এলাকায় আমরা ১৭ কোটি মানুষ বসবাস করি। ভূমি আমাদের মূল সম্পদ। এ জন্য ভূমি নিয়েই সবচেয়ে বেশী ঝামেলা ও মামলা-মোকদ্দমা হয়। দেশের মোট মামলার ৭৪% এর বেশী মামলাই হয় দেওয়ানী বা ভূমি সংক্রান্ত। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন তারা ২০০৯ সালে ক্ষমতায় আসে তখন তাদের একটা স্লোগান ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’। এই ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক সময় অনেক ধরনের কথা হয়েছে, কিন্তু ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। শুধু মোবাইল ব্যাংকিংয়ে টাকা লেনদেন, বিভিন্ন ধরনের সেবার বিল প্রদান, অনলাইনে আবেদনসহ বিভিন্ন কাজ বা ল্যাপটপ-কম্পিউটার নিয়ে কাজ করাই ডিজিটাল বাংলাদেশ নয়। এখন আমরা সব ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছি। ভূমি সংক্রান্ত ই-নামজারি, ই-মিউটেশন এসবও ডিজিটাল বাংলাদেশের অংশ। আমরা এখন ঘরে বসে অনেক ধরনের সেবা নিতে পারছি। প্রত্যন্ত অঞ্চলের মানুষ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে সহজেই অনলাইনের কাজগুলো করতে পারছে। ভূমি সংক্রান্ত সব কাগজপত্র ঠিক মতো সংরক্ষণ করে রাখতে হবে। না হলে বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়। ভূমি সেবা সপ্তাহে ওয়ান স্টপ সার্ভিসের(এক জায়গায় সব কিছু) মাধ্যমে সেবা প্রদান করা হবে। ভূমি সেবা নিতে ইচ্ছুকরা এখানে এসে তাদের যে কোন সমস্যার সমাধান ও তাৎক্ষণিক সেবা পাবেন-এটাই এই ভূমি সেবা সপ্তাহের উদ্দেশ্য।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়সার খান বিভিন্ন ক্যাটাগরীতে জেলার সেরা হিসেবে নির্বাচিত ভূমি কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট-সার্টিফিকেট এবং খাস জমির বন্দোবস্ত প্রাপ্তদের হাতে ডিসিআর ও ভূমিহীনদের দেয়া খাস জমির নামজারির কাগজ তুলে দেন।
উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিত জেলার সেরা ভূমি কর্মকর্তাগণ হলেন- বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাসিবুল হাসান, জেলা প্রশাসনের এল.এ শাখার কানুন গো আতাহার আলী, সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রাসেল শেখ, রাজবাড়ী পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শাহ আলম মিয়া এবং দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ আনছার আলী।