ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজে মাউশি’র নির্দেশনা উপেক্ষিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-২৩ ১৫:৩৬:৫৫
ফাইল ফটো ঃ রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজ -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানে অনিয়মের অভিযোগ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র তদন্তে প্রমাণিত হওয়ার পর গত ১৬ই মে মাউশি থেকে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জ্যেষ্ঠ শিক্ষক চৌধুরী আহসানুল করিমকে অনতিবিলম্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের নির্দেশ দেয়া হয়। 

  এ ব্যাপারে কলেজের গভর্নিং বডি’র সভাপতি এবং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর পত্র প্রেরণ করে অবিলম্বে নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়। এছাড়াও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমানের স্বাক্ষরে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা না দেয়ার জন্য অগ্রণী ব্যাংকের রাজবাড়ী শাখার ব্যবস্থাপককে নির্দেশ দেয়া হয়। কিন্তু এরপর ৭দিন অতিবাহিত হলেও মাউশির নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি। উপরন্তু মাউশির নির্দেশের পরের দিন ১৭ই মে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমানের তত্ত্বাবধানেই কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন হয়। এ ব্যাপারে কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে-কখন যেন বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। কারণ ইতিপূর্বেও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান নিয়ে জটিলতার সৃষ্টি হলে তাদের বেতন-ভাতা বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে বিধি মোতাবেক চৌধুরী আহসানুল করিমকে দায়িত্ব দেয়ার পর তার স্বাক্ষরে বেতন-ভাতা উত্তোলন করা সম্ভব হয়েছিল। 
  এ বিষয়ে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান বলেন, দায়িত্ব হস্তান্তরের বিষয়ে গভর্নিং বডি মিটিং করে যে সিদ্ধান্ত নেবে তা আমাকে মনতে হবে। যেহেতু বিষয়টি গভর্নিং বডির এখতিয়ারভুক্ত তাই এ ব্যাপারে আমার কিছু করার নাই। 
  মাউশি থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়া জ্যেষ্ঠ শিক্ষক চৌধুরী আহসানুল করিম বলেন, মাউশির তদন্তে প্রমাণিত হয়েছে প্রভাষক আতিয়ার রহমানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ বিধি সম্মত হয়নি এবং তাকে অনতিবিলম্বে দায়িত্ব অব্যাহতি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিধি অনুযায়ী তার সমস্ত কাজই অবৈধ।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ