ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে গ্রেফতার হওয়া জালিয়াতি চক্রের ১৩ সদস্যের মধ্যে ৭জন সরকারী চাকুরীজীবী!
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-২৩ ১৫:৪৭:০০
রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি চক্রের ১৩জন সদস্যকে দেখা যাচ্ছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে ডিবি কর্তৃক গত ২০শে মে গ্রেফতার হওয়া প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় ডিজিটাল ডিভাইজ ব্যবহারের মাধ্যমে প্রশ্নপত্র জালিয়াতি চক্রের ১৩ জনের মধ্যে ৭জনই সরকারী চাকরীজীবী বলে জানা গেছে।
  তারা হলো- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ও ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের মৃত সুলতান আহম্মেদ হাওলাদারের ছেলে মাঈনুল ইসলাম হাওলাদার(৩৬), রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই উপজেলার মালিয়াট গ্রামের ছালাম শিকদারের ছেলে রুমান হাসান রনি শিকদার(৩৬), কালুখালী উপজেলা মাজবাড়ী ইউনিয়নের খামারবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও খামারবাড়ী গ্রামের মৃত জুলমত মন্ডলের ছেলে ইব্রাহীম হোসেন মন্ডল(৩৪), কালুখালী উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও একই উপজেলার মদাপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে রেজাউল করিম(৩০), কৃষি ব্যাংকের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িষা শাখার কর্মকর্তা ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরআফড়া গ্রামের আবুল কালামের ছেলে রুবেল মাহমুদ(৩৫), ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার পূর্ব তালগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই উপজেলার দক্ষিণ তালগাছিয়া গ্রামের মৃত শমসের আলী সরদারের ছেলে হারুন সরদার(৪৪), ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার মধ্য তালগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উত্তর তালগাছিয়া গ্রামের মৃত নাজেম আলী হাওলাদারের ছেলে নূরুল হক হাওলাদার(৪০)। 
  অপর ৬জনের মধ্যে মিজানুর রহমান(৪৩) মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চর কালিকাপুর দাখিল মাদ্রাসার জুনিয়র শিক্ষক ও রাজবাড়ী শহরের দক্ষিণ ভবাণীপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে, আবু সালমান(৩০) এনজিও জাগরণী চক্রের কর্মী ও কালুখালী উপজেলার চর নারায়ণপুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে, বিজয় বালা(৩২) মোবাইল সার্ভিসিং মেকার ও কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের হিমাংশু বালার ছেলে, মুনছুর মন্ডল(৪০) কৃষক ও কালুখালী উপজেলার কালিকাপুর গ্রামের মৃত আমোদ আলী মন্ডল, সাগর আহম্মেদ(২৪) ছাত্র ও কালুখালী উপজেলার ছোট কলকলিয়া গ্রামের আকিম মন্ডলের ছেলে এবং ফরিদা বেগম(২৮) পরীক্ষার্থী ও কালুখালী উপজেলার কালিকাপুর গ্রামের গ্রেফতারকৃত মুনছুর মন্ডলের স্ত্রী।      
  উল্লেখ্য, দ্বিতীয় ধাপে গত ২০শে মে রাজবাড়ী জেলার ৩টি উপজেলার (পাংশা, কালুখালী ও গোয়ালন্দ) প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে গত ২০শে মে দুপুরে ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে ডিবির একটি দল রাজবাড়ী পৌরসভার ভবাণীপুর বোম পুলিশের গলির জনৈক মিজানুর রহমানের বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মাস্টার কার্ড সদৃশ সিম সংযুক্ত ডিভাইস, ছোট এয়ার ফোন, ২০টি মোবাইল ফোন, আড়ি পাতা ডিভাইসের ৬টি ছোট ব্যাটারী, ১টি পুরাতন মডেম, নগদ ১০ হাজার টাকা, সাদা কাগজে হাতে লেখা পরীক্ষার প্রশ্নের উত্তর, পরীক্ষার্থীর প্রবেশ পত্র ও প্রশ্নপত্রের ফটোকপি, গাইড বই, সোনালী ও ইউনিয়ন ব্যাংকের ২টি ডেবিট কার্ড এবং ২টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। 
  এ ব্যাপারে রাজবাড়ীর ডিবি’র এসআই জাহাঙ্গীর মাতুব্বর বাদী হয়ে তাদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-৩৫, তাং-২১/৫/২০২২ইং, ধারাঃ ৬৩(২), ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন(সংশোধনী ২০১৩); তৎসহ ৪(ক) (খ) ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা(অপরাধ) এর ৪২ নং আইন।  
  গ্রেফতারকৃতদের গত ২১শে মে রাজবাড়ীর ১নং আমলী আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের সবাইকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এছাড়া তাদের মধ্যকার এক নারী পরীক্ষার্থীসহ ২জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে এবং অপর ১১জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিন করে রিমান্ড চাওয়া হয়।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ