ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
ফরিদপুরের জসীম পল্লী মেলায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর অংশগ্রহণ
  • শামীম হোসেন
  • ২০২২-০৫-২৬ ১৫:০২:১৯
ফরিদপুরের অম্বিকাপুরের জসীম মঞ্চে চলমান জসীম পল্লী মেলায় গতকাল ২৬শে মে সন্ধ্যায় অংশগ্রহণ করেছে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা -মাতৃকণ্ঠ।

ফরিদপুরের অম্বিকাপুরের জসীম মঞ্চে চলমান জসীম পল্লী মেলায় অংশগ্রহণ করেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা।
  ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন আয়োজিত মেলার ১২তম দিনে গতকাল ২৬শে মে সন্ধ্যায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা জসীম মঞ্চে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। 
  এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি উত্তম কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  এছাড়াও অনুষ্ঠানে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সাবেক পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত বিভাগের প্রশিক্ষক বর্ণালী দত্ত, শিক্ষার্থী স্বপন বিশ্বাস, জয়িতা রায়, আয়সা আরিবা, আঁখি রহমান, সুদীপ্তা স্যানাল ও আফরোজা মিমি এবং নৃত্য পরিবেশন করেন নৃত্যকলা বিভাগের প্রশিক্ষক তরিকুল ইসলাম মিলন, শিক্ষার্থী তনুশ্রী বিশ্বাস, অন্বেষা, কিনারা ও দ্বীপ।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ