ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান আজ ৩০শে মে দিনব্যাপী সফরে রাজবাড়ীতে আসছেন।
তার সফর সূচী অনুযায়ী তিনি আজ ৩০শে মে ১দিনের সফরে রাজবাড়ীতে আসছেন। সকাল ৭টায় ঢাকা থেকে সড়ক পথে পাটুরিয়া ঘাট হয়ে সকাল ১০টায় রাজবাড়ী সার্কিট হাউসে এসে পৌঁছাবেন। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন, ১১টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়, ১২টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয় পরিদর্শন, দুপুর ১টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন এবং ২টায় একটি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে আড়াইটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিবেন।