ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ী পৌর আ’লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-৩১ ১৫:০৫:২৫
বিএনপি-জামাত জোটের সন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে গতকাল ৩১শে মে বিকালে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত করার জন্য আন্দোলনের নামে বিএনপি-জামাত জোটের সন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ৩১শে মে বিকালে রাজবাড়ী রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। 
  রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলীর সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন শিকদার, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজম মন্ডল ও তানিয়া সুলতানা কংকন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ