ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর অংকুর স্কুল এন্ড কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৫-৩১ ১৫:১৪:০৮
রাজবাড়ীর অংকুর স্কুল এন্ড কলেজে গতকাল ৩১শে মে সকালে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনীতে জেলা প্রশাসক আবু কায়সার খান পুরস্কার বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর অংকুর স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিক্ষা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ৩১শে মে সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবু কায়সার খান। 
  প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাইয়ার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কলেজ শাখার তত্ত্বাবধায়ক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক শেখ আব্দুর রউফ হিটু ও কামরুন্নেসা।  
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। বেশী বেশী বই পড়তে হবে। তা না হলে আমরা একটা সুন্দর জাতি তৈরি করতে পারবো না। স্মার্টফোন ব্যবহার করবে, তবে যেটুকু প্রয়োজন তার বেশি না। সময়ানুবর্তিতা মেনে চলতে হবে। গুরুজনকে সম্মান করতে হবে। পিতা-মাতাকে শ্রদ্ধা করতে হবে। নারীদেরকে সম্মান করতে হবে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ