বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে ‘পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১লা জুন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল হক সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দীন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, দুধ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। দুধের তৈরী খাবারের অনেক উপকারীরা থাকলেও আমরা তা না খেয়ে অস্বাস্থ্যকর ভাজা-পোগা বেশী খেয়ে থাকি। যাদের সামর্থ্য আছে তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ রাখতে হবে। ডেইরী খামারীদের বলবো আপনারা বেশী বেশী করে গরু পালন করুন। সরকার আপনাদের সাথে আছে। রাজবাড়ী জেলায় উৎপাদিত দুধের মান ও স্বাদ অনেক ভালো। এ জন্য এই জেলার মিষ্টি, বিশেষ করে চমচম সারা দেশে সমাদৃত। আমার আত্মীয়-স্বজনরা রাজবাড়ীর মিষ্টি খেয়ে অনেক প্রশংসা করেছে।
আলোচনা পর্বের শেষে দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।