দৈনিক প্রথম আলো’র গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদ রায়হান(৪১) ও তার স্ত্রী নাসরিন আক্তার(৩৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল ২৯শে জুলাই দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জ্বর-কাশিসহ করোনার উপসর্গ দেখা দিলে গত ২৬শে জুলাই তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দেন। গতকাল ২৯শে জুলাই তাদের রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তারা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক রাশেদ রায়হান ও তার সহধর্মিনী নাসরিন আক্তার জানান, বর্তমানে তারা আগের থেকে অনেকটাই সুস্থ আছেন। করোনা মুক্ত হতে তারা সকলের দোয়া কামনা করেন।
আমার জন্য সবাই দোয়া করবেন।
রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিনসহ অন্যান্য গণমাধ্যম কর্মীগণ তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
উল্লেখ্য, দৈনিক প্রথম আলো’র গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদ রায়হানসহ জেলায় এ পর্যন্ত ৫জন সাংবাদিক করোনা ভাইরাস(কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এরমধ্যে রায়হান ৫ম। ইতিমধ্যে ২জন সাংবাদিক সুস্থ্য হয়েছেন এবং ৩জন চিকিৎসাধীন রয়েছেন।