ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারের শেফালী মেডিকেল স্টোর নামের একটি ওষুধের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ৮ই জুন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ড্রাগ লাইসেন্সের শর্ত অনুযায়ী ওষুধের দোকানটিতে ফার্মাসিস্ট না থাকা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় এই জরিমানা করা হয়। পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা অভিযানে সহযোগিতা করেন।