ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী পৌরসভার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ
  • লাবনী আক্তার
  • ২০২২-০৬-০৯ ১৪:৩৯:৪৪
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে গত ৮ই জুন রাজবাড়ী পৌরসভার স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

আগামী ১৩ই জুন থেকে ১৬ই জুন পর্যন্ত ৪দিনব্যাপী অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে রাজবাড়ী পৌরসভার স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
  গত ৮ই জুন বেলা ১১টায় রাজবাড়ী পৌরসভার হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ তায়েব আলী, স্যানিটারী ইন্সপেক্টর মোফাজ্জেল হোসেন বকুল, ইপিআই সুপারভাইজার নাজিম উদ্দিন মিয়া, শেখ রহমান আলী, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন খানসহ পৌরসভার স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, আগামী ১৩ই জুন থেকে ১৬ই জুন পর্যন্ত ৪ দিনব্যাপী ক্যাম্পেইনে রাজবাড়ী পৌরসভা এলাকার ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের (১ লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের (২ লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
রাজবাড়ীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ