ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
‘বিশ্বভরা প্রাণ’ সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-১১ ১৭:৪২:৩১
‘বিশ্বভরা প্রাণ’ সংগঠনের রাজবাড়ী জেলা সম্মেলন গতকাল ১১ই জুন বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় -আব্দুল হালিম বিশ^াস।

‘বিশ্বভরা প্রাণ’ সংগঠনের রাজবাড়ী জেলা সম্মেলন গতকাল ১১ই জুন বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 
  সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের আন্তর্জাতিক কমিটির সভাপতি জাহান বশীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি আতাউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন কবি সালাম তাসির।   
  অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক শাহানাজ বেগম। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং আলোচনা পর্বের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ