ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারের ১টি বেকারী ও ২টি মিষ্টির দোকানকে ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ১৩ই জুন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে মুুনমুন বেকারীকে ৫ হাজার টাকা, মিষ্টির প্যাকেটে ওজনে কারচুপির দায়ে ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং মিষ্টি জাতীয় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের দায়ে দাস মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বালিয়াকান্দি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান পনির এবং পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা অভিযানে সহযোগিতা করেন। এছাড়াও তদারকি অভিযানকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।