ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পদ্মায় পানি বৃদ্ধির ফলে জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ফেরী চলাচল বন্ধ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-১৮ ১৪:৩৮:৫৮
পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়ে ঘাট ও সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় গত ১৬ই জুন থেকে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটের ফেরী চলাচল বন্ধ হয়ে গেছে। 
  রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ২০০০ সাল থেকে ২টি ফেরী দিয়ে এই নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার হয়ে আসছে। দেশের উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে এই নৌরুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় ফেরী সার্ভিসের উন্নতি হচ্ছে না। নাব্যতা সংকট, নদীতে পানি বৃদ্ধি, ঘাট সমস্যাসহ নানা কারণে মাঝে-মধ্যেই এই নৌরুটের ফেরী চলাচল বন্ধ হয়ে যায়। পানি কমা-বাড়ার সময় বারবার ঘাট স্থানান্তর করতে হয়। এতে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা বিপাকে পড়ে।
  রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, তারা ঘাট সরিয়ে নৌরুটটির ফেরী চলাচল সচল করার কাজ করছে। তবে সহসাই ফেরী চলাচল চালু করা যাবে না বলে তারা মনে করছে।
 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ