ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
সিপিবি’র রাজবাড়ী জেলা কমিটির বর্ধিত সভায় বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-১৯ ১৭:১৯:১০
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র রাজবাড়ী জেলা কমিটির বর্ধিত সভা গত ১৮ই জুন দুপুরে অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র রাজবাড়ী জেলা কমিটির বর্ধিত সভা গত ১৮ই জুন দুপুরে অনুষ্ঠিত হয়েছে। 
  ‘দাম কমাও-জান বাঁচাও, ভোটাধিকার ফিরিয়ে দাও’-শ্লোগানকে সামনে রেখে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। 
  সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিবালোক সিংহ। জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা সিপিবির সাবেক সভাপতি কমরেড আবুল কালাম, সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা, বালিয়াকান্দি উপজেলা শাখার সম্পাদক দাউদ খান, গোয়ালন্দ উপজেলা শাখার সম্পাদক মজিবর রহমান, পাংশা উপজেলা শাখার সম্পাদক তোফাজ্জেল হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি ধীরেন্দ্রনাথ দাস, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, আব্দুল হালিম বাবু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, সরকার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ অসহনীয় কষ্টের মধ্যে দিনযাপন করছে। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মজুতদারদের শাস্তির আওতায় আনতে হবে। রেশনিং ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু করতে হবে। ফ্যামিলি কার্ড সংখ্যা ও পণ্য বাড়াতে হবে। দুর্নীতি, লুটপাট রুখে দাঁড়াতে হবে। দুঃশাসন হটিয়ে এই ব্যবস্থা বদলাতে হবে। বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য গ্রামে-গঞ্জে সিপিবির সংগঠন গড়ে তুলতে হবে। নানা শ্রেণী-পেশার মানুষের মধ্যে সংগঠনের কথা তুলে ধরতে হবে।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ