ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে বন্যা মোকাবেলায় জেলা প্রশাসনের প্রস্তুতি রয়েছে --জেলা প্রশাসক
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৬-১৯ ১৭:২৫:৫১
রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে গতকাল ১৯শে জুন সকালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৯শে জুন সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। 
  জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) শাহনেওয়াজ রাজু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী সৈয়দ আরিফুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ্ আল আমিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নওয়াজিস রহমান বিশ্বাস, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল হক সরদার, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, রাজবাড়ী বিদ্যুৎ সবরাহ ওজিপাডিকোর নির্বাহী প্রকৌশলী মামুনুর রশীদ, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মফিজুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা, বিটিসিএলের সহকারী ব্যবস্থাপক (কারিগরি) মোঃ সাইফুল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাদিয়া ফেরদৌসী, জেলা কারাগারের জেলার হুমায়ুন কবীর খান, রাজবাড়ী হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আঃ কাদের সরদার, সদর উপজেলা সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল গফুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম সহীদ নূর আকবর, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। 
  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সিলেট-সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হচ্ছে, আরও কয়েকটি জেলা বন্যা কবলিত হতে পারে। তার মধ্যে আমাদের রাজবাড়ী জেলাও রয়েছে। এ জন্য উপজেলা নির্বাহী অফিসারগণ যার যার উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মিটিং করে প্রস্তুতি গ্রহণ করুন। নৌকার মালিকদের মোবাইল নম্বর সংগ্রহ করে রাখবেন। যাতে প্রয়োজনের সময় নৌকা পাওয়া যায়। আমরা টিম হিসেবে কাজ করবো। জেলা প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। আমাদের বন্যা মোকাবেলার প্রস্তুতি রয়েছে। সোমবার থেকে রাত ৮টার পর মার্কেট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারী নির্দেশনা মানতে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে। সামনে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় প্রতারক চক্র চাকরী দেয়ার কথা বলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে সুযোগ নিতে পারে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আগামী ২৫শে জুন মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন। জেলা প্রশাসনের আয়োজনে বড় পর্দায় ওই উদ্বোধন অনুষ্ঠান দেখানো হবে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আতসবাজী ফোটানোর আয়োজন থাকছে। 
  জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে একই স্থানে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রচার, তথ্য অধিকার বাস্তবায়ন, জেলা কর্ণধার কমিটি ও পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ