ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
পাংশায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও মিষ্টির দোকানের জরিমানা
  • শামীম হোসেন
  • ২০২২-০৬-২১ ১৬:৩৫:১২
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী গতকাল ২১শে জুন দুপুরে শহরের হোটেল ও মিষ্টির দোকানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের ২টি হোটেল ও মিষ্টির দোকানকে ৯হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
  গতকাল ২১শে জুন দুপুরে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় পাংশা পৌর শহরের মালেক প্লাজা সংলগ্ন বসুন্ধরা হোটেলকে ৭ হাজার টাকা এবং জোনাব দধি এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ২হাজার টাকা জরিমানা করা হয়। পাংশা থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ