ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
রাজবাড়ীতে নানা আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৬-২৫ ১৪:৫৩:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ২৫শে জুন আনুষ্ঠানিকভাবে পদ্মা নদীর উপর দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করেন। 
  ঐতিহাসিক অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে বিটিভি’র সরাসরি সম্প্রচারের মাধ্যমে দীর্ঘ দিনের-লালিত ‘পদ্মা সেতু’র জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাজবাড়ীবাসী ইতিহাসের অংশ হয়েছেন। জেলা প্রশাসন এ উপলক্ষ্যে গতকাল ২৫শে জুন সকালে রাজবাড়ীতে নানা অনুষ্ঠানের আয়োজনে করে।
  রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা রেলওয়ে ময়দানে সকালে অনুষ্ঠান মঞ্চের বড় পর্দায় উদ্বোধন অনুষ্ঠান বিটিভি’র মাধ্যমে সম্প্রচারের পর বেলুন ও পায়রা উড়ানো হয়। 
  এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও অভিযান) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, গোয়েন্দা সংস্থা এনএসআই’র  উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল আমিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নওয়াজিস রহমান বিশ্বাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল হক সরদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম সহীদ নূর আকবর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ ওজিপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মামুনুর রশীদ, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মফিজুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা, জেলা কারাগারের জেলার হুমায়ুন কবীর খান, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল মিয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
  সন্ধ্যায় একই স্থানের (বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা রেলওয়ে ময়দান) অনুষ্ঠান মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বর্ণিল আতশবাজী ফাটানো হয়। 
  সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পাশাপাশি ঢাকা থেকে আসা জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশি শ্রাবণী, নাজমুল হাসান ও বাউল সাহাবুল গান পরিবেশন করেন। 
  রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা প্রশাসকের সহধর্মিনী জিনাত আফরিন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠান উপভোগ করেন। 

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‌্যালী-আলোচনা সভা
রাজবাড়ীতে দুই ব্যাংকের  প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
সর্বশেষ সংবাদ