ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
ফেসবুকে অপপ্রচার ও হুমকী দেয়ার অভিযোগে রাজবাড়ীতে মানববন্ধন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৬-২৬ ১৫:১৯:৫৫
রাজবাড়ী সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মানিক বিশ্বাসের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগে গতকাল ২৬শে জুন বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মানিক বিশ্বাসের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগে গতকাল ২৬শে জুন বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
  রাজবাড়ী সদর উপজেলার প্রাথমিক শিক্ষকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে মানিক বিশ্বাস, ইব্রাহীম ভূঁইয়া, দীনেশ কার্তিক, রিনা পারভীন, নাসরিন আক্তার ও ইলিয়াস মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় তারা মানিক বিশ্বাসের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে অপপ্রচার ও তাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগে সদর উপজেলার রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুল ইসলাম রুবেল মন্ডলের শাস্তির দাবী জানান।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ