রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল ২৬শে জুন সন্ধ্যায় একাডেমী মিলনায়তনে ঋতু ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষা মঙ্গল’ অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে আলোচনা পর্বে জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) শাহনেওয়াজ রাজু, সাবেক অধ্যক্ষ প্রফেসর শংকর চন্দ্র সিনহা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চায়না রাণী সাহা।
আলোচনা পর্বের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে।