ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৬-২৭ ১৭:০৩:২২
রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমীন গতকাল ২৭শে জুন বিকালে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গতকাল ২৭শে জুন বিকালে জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
  কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ রুহুল আমীনের সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কায়ছুন্নাহার সুরমা, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ এটিএম মোস্তফা মিঠু, সম্পাদক এডঃ বিজন কুমার বোস, পিপি এডঃ মোঃ উজির আলী শেখ, জিপি এডঃ আনোয়ার হোসেন, নবাগত জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বক্তব্য রাখেন। এ সময় কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
  সভা সঞ্চালনাসহ লিগ্যাল এইডের সার্বিক কার্যক্রম তুলে ধরেন ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ মোঃ মিলন মিয়া। 
  সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ রুহুল আমীন বলেন, লিগ্যাল এইডের উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলোকে আরও অ্যাক্টিভ(সক্রিয়) করতে হবে। লিগ্যাল এইডের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। তৃণমূল পর্যায়ের জনগণকে লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে ইউনিয়ন পর্যায়ে সভা করতে হবে। লিগ্যাল এইডের কার্যক্রম সংক্রান্তে প্রতিটি ইউনিয়ন পরিষদের সামনে বিলবোর্ড স্থাপন করলে তা ফলপ্রসু হবে। রাজবাড়ী স্থানীয় দৈনিক পত্রিকায় নিয়মিতভাবে লিগ্যাল এইডের কার্যক্রম তুলে ধরায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আইনজীবীদের প্রতি অনুরোধ থাকবে লিগ্যাল এইডের মতো তারাও যেন গরীব-অসহায় মানুষদের যতটা সম্ভব বিনা খরচে আইনী সহায়তা প্রদান করেন। বিট পুলিশিংও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। 

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ