রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পুরান চর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মন্ডল(৬৫) গত ২রা আগস্ট দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি------রাজিউন)।
গতকাল ৩রা আগস্ট বেলা ১১টায় চর বহরপুর কবরস্থানে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে রাজবাড়ী জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।
গার্ড অব অনার ও জানাযার নামাজের আগে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বালিয়াকান্দি থানার এস.আই আসাদুজ্জামান রিপনসহ প্রয়াতের সহযোদ্ধা মুক্তিযোদ্ধাগণ কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মন্ডল বেশ কিছুদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।