ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীর মিজানপুর ইউপির ৬নং ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৭-০৫ ১৫:৫৯:৫০

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ৫ই জুলাই বিকালে চরনারায়ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। 
  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুকু মিজি, প্রধান বক্তা হিসেবে জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বককার খান, বিশেষ বক্তা হিসেবে সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল মামুন আরজু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, সহ-সভাপতি রাজু আহম্মেদ, আঃ কাদের মুন্সী, মিজানপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আঃ সবুর মন্ডল, সাধারণ সম্পাদক সোহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জু, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোক্তারসহ ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, কৃষক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  সম্মেলনে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে ৬নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হিসেবে মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে তুহিন মন্ডলের নাম ঘোষণা করা হয়। তাদেরকে ১৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। 

 

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ