ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে ভোলা মাস্টারের বাড়ীতে হামলার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৭-১২ ১৫:৪২:৫৪
রাজবাড়ী শহরের দক্ষিণ ভবাণীপুরে প্রয়াত অর্ধেন্দু মজুমদার ভোলা মাস্টারের বাড়ীতে হামলার সাথে জড়িতদের শাস্তির দাবীতে ১২ই জুলাই ঢাকায় বসবাসরত রাজবাড়ীবাসীর ব্যানারে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী শহরের দক্ষিণ ভবাণীপুরে প্রয়াত অর্ধেন্দু মজুমদার ভোলা মাস্টারের বাড়ীতে হামলার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
  ঢাকায় বসবাসরত রাজবাড়ীবাসীর ব্যানারে ১২ই জুলাই বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 
  মানববন্ধন চলাকালে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, নাট্য অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু, মহিতুজ্জামান বেলাল, সৈয়দ ইকবাল, আবু সাহেদ, সাংবাদিক লিটন চক্রবর্তী ও সুকুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
  বক্তাগণ ইসকন মন্দিরের সভাপতি জয়দেব কর্মকারের নেতৃত্বে প্রয়াত অর্ধেন্দু মজুমদার ভোলা মাস্টারের বাড়ীতে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 
  উল্লেখ্য, ইসকন মন্দিরে আসা-যাওয়ার রাস্তার জন্য জমি নিয়ে বিরোধের জেরে গত ২রা জুন রাজবাড়ী শহরের দক্ষিণ ভবাণীপুরে(প্রাণি সম্পদ অফিস সংলগ্ন) প্রয়াত অর্ধেন্দু মজুমদার ভোলা মাস্টারের বাড়ীতে হামলা, ভাংচুর ও পরিবারের সদস্যদের মারপিটের ঘটনা ঘটে। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ