ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
কানাডার নাগরিক নারী ও তার বোনকে মারপিট॥থানায় মামলা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৭-১৭ ১৭:০৩:৪৮
রাজবাড়ী শহরের সজ্জনকান্দা সেন্টু সরণীর গত ১২ই জুলাই বেলা সাড়ে ১১টার দিকে বাড়ীতে ঢুকে কানাডার নাগরিক রাজিয়া সুলতানা লাভলী ও তার ছোট বোন সাজিয়া আফরিন শিল্পীকে মারপিট করেছে কয়েকজন প্রতিবেশী -মাতৃকণ্ঠ।

পূর্বের কথা কাটাকাটির জেরে গত ১২ই জুলাই বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা সেন্টু সরণীর বাড়ীতে ঢুকে রাজিয়া সুলতানা লাভলী(৫০) নামে এক কানাডার নাগরিক নারী ও তার ছোট বোন সাজিয়া আফরিন শিল্পী (৪৪)কে মারপিট করেছে প্রতিবেশী।
  এ ব্যাপারে ভুক্তভোগী কানাডার নাগরিক রাজিয়া সুলতানা লাভলী বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-১৮, তারিখ-১৪/০৭/২০২২ইং, ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩২৫/৩৫৪/৩৭৯/৫০৬ পেনাল কোড। মামলায় একই এলাকার (সজ্জনকান্দা) মৃত রহিম পেশকারের ২ ছেলে ফজলে রাব্বী(৩০) ও রাসেল (৪৫) এবং ওমর আলী মোল্লার ৩ছেলে-মেয়ে আনিস (৩০), মিলন(৩৫) ও রুনা বেগম (৪৬)সহ অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করা হয়েছে। 
  মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামীদের সাথে পূর্বের কথা কাটাকাটির জের ধরে আসামীরা কানাডার সিটিজেন রাজিয়া সুলতানা লাভলী ও তার পরিবারের লোকজনদেরকে মারপিট ও খুন-জখম করার পরিকল্পনা করে সুযোগ খুঁজছিল। গত ১২ই জুলাই বেলা সাড়ে ১১টার দিকে বাড়ীতে রাজিয়া সুলতানা লাভলী ও তার ছোট বোন সাজিয়া আফরিন শিল্পী ছাড়া কোন পুরুষ লোক ছিল না। এ সুযোগে আসামীরা জোটবদ্ধভাবে বাড়ীতে ঢুকে রাজিয়া সুলতানা লাভলীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি তাদেরকে গালিগালাজ করতে বাঁধা-নিষেধ প্রদান করলে আসামীরা এলোপাতারীভাবে তাকে কাঠের বাটাম ও লোহার রড দিয়ে পিটিয়ে এবং কিল-ঘুষি-চড়-লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম ও লাভলীর বাম হাতের অনামিকা ও মধ্যমা আঙ্গুল এবং ডান পায়ের গোড়ালীর হাড় ভেঙ্গে ফেলে। এছাড়াও লোহার রড়ের আঘাতে লাভলীর তার ঘাড়ের বাম পাশে লেগে মারাত্মক রক্ত জমাট ও নীলা-ফোলা জখম হয়। আসামীরা লাভলীর পরিধেয় কাপড়-চোপড় টানা-হেঁচড়া করে শ্লীলতাহানী করে। লাভলীকে মারপিটের একপর্যায়ে ছোট বোন সাজিয়া আফরিন শিল্পী তাকে রক্ষা করতে গেলে আসামীরা তাকেও মারপিট করে এবং কাঠের বাটাম দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় নীলা-ফোলা জখম করে। ঘটনার সময় তারা দুই বোনের গলায় থাকা ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ২টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। লাভলী ও শিল্পীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে উল্লেখিতরা লাভলী ও তার পরিবারের লোকজনদেরকে পরবর্তীতে সুযোগ মতো মারপিট ও খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়া তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। 
  এদিকে ঘটনার ২দিন পর ১৪ই জুলাই কানাডার সিটিজেন রাজিয়া সুলতানা লাভলীর দায়েরকৃত এজাহার রাজবাড়ী থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হলেও রহস্যজনক কারণে পরের দিন গত ১৫ই জুলাই মামলার অন্যতম আসামী আনিস, মিলনের বোন মাহমুদা ইয়াসমিনের দায়ের করা পাল্টা মামলা প্রায় একই ধরনের ধারায় থানায় রেকর্ড করা হয় মামলা নং-২০, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩২৫/৩৫৪/৩৭৯/১১৪/৫০৬(২)। একই তারিখ ও সময়ের ঘটনা (গত ১২ই জুলাই বেলা সাড়ে ১১টা) উল্লেখ করে দায়েরকৃত পাল্টা এ মামলায় ভুক্তভোগী রাজিয়া সুলতানা লাভলী ও সাজিয়া আফরিন শিল্পী এবং তাদের আপন ২ভাই টুটুল শেখ(৪৮) ও মুকুল শেখ (৪৪)সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করা হয়। 
  এ বিষয়ে কানাডার সিটিজেন রাজিয়া সুলতানা লাভলীর ছোট ভাই টুটুল শেখ বলেন, গত ১৩ই জুন তার বোন কানাডা থেকে কিছুদিনের জন্য দেশে আসে। এরই মধ্যে পূর্বের কথা কাটাকাটির জেরে পরিকল্পিতভাবে তাদের বাড়ীতে হামলা করে দুই বোন রাজিয়া সুলতানা লাভলী ও সাজিয়া আফরিন শিল্পীকে অমানবিকভাবে মারপিট করা হয়। এ ঘটনায় তার বোন লাভলীর দায়ের করা মামলা রাজবাড়ী থানায় রেকর্ড করা হলেও পরের দিনই তাদের ৪ ভাই-বোনকে আসামী করে দায়েরকৃত হয়রানীমূলক পাল্টা মামলা রেকর্ড করা হয়। অথচ ঘটনার দিন তিনি ও তার ছোট ভাই মুকুল বাড়ীতেই ছিলেন না। তিনি একজন স্ট্রোক করা রোগীকে দেখতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার ছোট ভাই মুকুল রাজবাড়ী শহরের এসএসসি-৯৪ ব্যাচের অনুষ্ঠানে ছিলেন। তারপরও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তার ৩ ভাই-বোন লাভলী, শিল্পী ও মুকুল গতকাল ১৭ই জুলাই রাজবাড়ীর ১নং আমলী থেকে জামিন নিয়েছেন।  
  টুটুল শেখ আরও বলেন, তার বোন রাজিয়া সুলতানা লাভলী প্রকৌশলী স্বামী ও ২সন্তানসহ দীর্ঘদিন কানাডায় থাকে। তারা সেখানে নাগরিকত্ব পেয়েছে। ঈদ উদযাপনে সে বাড়ীতে আসে। কানাডার সিটিজেন হওয়ায় তার উপর হামলা ও প্রাণ নাশের চেষ্টার ঘটনায় ঢাকাস্থ কানাডার দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে বিষয়টির খোঁজ-খবর নেয়া হচ্ছে। তিনি এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান।

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ