আসন্ন জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৪শে জুলাই বিকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, অন্যান্যের মধ্যে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়ত মোঃ ফেরদৌস, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ শাহীন মিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ জলিল মিয়া, প্রফেসর শংকার চন্দ্র সিনহা, প্রফেসর ফকরুজ্জামান মুকুট ও লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, পাংশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, জেল সুপার মোঃ আব্দুর রহিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক আব্দুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলাম, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ এটিএম মোস্তফা মিঠু, সম্পাদক এডঃ বিজন কুমার বোস, জেলা জাতীয় পার্টির জেলা সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও এনজিও’র প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আগস্ট মাস শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা করা হয়। এর ২দিন পরই ১৮ই আগস্ট আমার পিতা মরহুম কাজী হেদায়েত হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছিল। এছাড়াও ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে মাননীয় প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যার চেষ্টা করা হয়। তাই এই মাসে সরকারী ও দলীয়ভাবে অনেক কর্মসূচী পালন করা হবে। সরকারী নির্দেশনা অনুযায়ী প্রতিটি সরকারী বিভাগ যেন সুন্দরভাবে জাতির জনকের শাহাদত দিবস পালন করে সেই অনুরোধ রইলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেল-গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমাতে হয়েছে। লোডশোডিং দিতে হচ্ছে। বিষয়টি সকলকে অনুধাবন করতে হবে।
উল্লেখ্য, জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা শেষে একই স্থানে একই অংশগ্রহণকারীদের অংশগ্রহণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং বঙ্গবন্ধুর পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।