জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ও জঙ্গল ইউনিয়নের মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫শে জুলাই দুপুরে নারুয়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এবং সকালে জঙ্গল ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ২টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম এবং জঙ্গল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ভবেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃ দাঃ) আব্দুল মান্নাফ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা স্বপন কুমার বসাকসহ ক্ষেত্র সহকারীগণ এবং নারুয়া ও জঙ্গল ইউনিয়নের অর্ধ-শতাধিক মৎস্য চাষী ও মৎস্যজীবী অংশগ্রহণ করেন।