রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডঃ সৈয়দ রফিকুছ সালেহীন(৮৫) গতকাল ২৫শে জুলাই সকাল সাড়ে ৮টার দিকে শহরের সজ্জনকান্দায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। বিকালে তার মরদেহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনা হলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা ও এডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং এর আগে জেলা বার এসোসিয়েশনে সংগঠনের পক্ষ থেকে ও তার বাসভবনে জেলা মহিলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা অর্পনের মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো হয়।